এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পায়ের তলায় সর্ষে ৮

    I
    অন্যান্য | ১৬ জানুয়ারি ২০১২ | ২৭৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | 120.224.203.34 | ৩০ ডিসেম্বর ২০১৪ ১৯:১৪514740
  • থ্যাংকু দে। কাজিরঙ্গায় অরণ্য ট্যুরিস্ট লজ সত্যি অনবদ্য।

    মাথানগুড়িতে থাকলেই হাতি/জিপ সাফারির বুকিং পাওয়া যাবে? আলাদা করে আগাম বুকিংয়ের দরকার নেই তো?

    মুসা জাঙ্গল রিট্রিট কিম্বা বাঁশবাড়ি ভিলার সম্বন্ধে কোনো আইডিয়া আছে? এগুলো বেসরকারী। কিন্তু নেট-এ ছবি দেখে বেশ ভালো লাগছে। লোকজন ভালো রিভিউ ও করেছে।
    http://www.manasnationalpark.co.in/accommodation.html
  • de | 69.185.236.52 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১০:৪৭514741
  • এগুলো তো জঙ্গলের বাইরে - ঠিক বনবাংলো নয় - তবে নিজেদের গাড়ি না নিয়ে গেলে এরা সম্ভবত গাড়ির ব্যবস্থা করে দেবে - সেদিন থেকে ভালো। আর একটু বেশী ছোট কুঁচোকাঁচারা থাকলে মাথানগুড়িতে সন্ধের পরে বোরড হতে পারে - আলো নেই, সামনে নদী আর জঙ্গলের দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছু করার নেই। আমার অবশ্য ওটাই খুব ভালো লেগেছিলো - জঙ্গলটা কেমন একটা শরীরে মিশে যাচ্ছে টাইপ অনুভূতি হয়!

    আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় দুটো বেজেছিলো- গৌহাটি আই আই টি থেকে সকালে বেরিয়ে। গাড়ি ছিলো সঙ্গে। ওখানে পৌঁছে সাফারির কথা বলেছিলাম পরেরদিন সকালের বুকিংয়ের জন্য। কোন অসুবিধে হয়নি!
  • + | 213.110.247.221 | ০২ জানুয়ারি ২০১৫ ১২:৩৫514742
  • তিনচুলে আর লাতপন্চোর (অহলদারা) ঘুরে এলাম। ব্যপক ভালো জায়্গা। পরে লিখছি
  • pipi | 126.203.218.251 | ০২ জানুয়ারি ২০১৫ ১৪:০৪514743
  • অ দে-দি, জাগতিক সুযোগ সুবিধা নেই বলতে কি বাত্থুমও নাই? সেও কি ঐ প্রকৃতির কোলে? লাদাখি বাত্থুম টাইপস?
  • de | 24.139.119.173 | ০২ জানুয়ারি ২০১৫ ১৪:১১514744
  • না না - বাত্থুম আছে - তবে টয়লেট টিস্যু নিয়ে যেতে হবে সাথে করে। আর সন্ধে নামলে হ্যারিকেন হাতে যেতে হবে - তখন বেশ ভয় করে, সাপখোপ ঢুকে থাকে যদি!

    আর হ্যাঁ, গিজার নেই - জল বরপের মতো ঠান্ডা!
  • রোবু | 233.223.131.180 | ০২ জানুয়ারি ২০১৫ ১৪:৩৫514745
  • আমি ঘুরে এলুম ইচ্ছেগাঁও, মাঙ্গারজুং, সিল্ক রুট আর মানখিমদাড়া। সিল্করুটে রাত্রিবাস অবশ্য এ যাত্রায় হল না, তবে হবে।
  • de | 24.139.119.172 | ০২ জানুয়ারি ২০১৫ ১৬:১৩514746
  • কোচিন, মুন্নার, থেক্কাডি,কুমারকোম, আলেপ্পি - এই বেল্টে থাকার হোটেল আর ট্রান্সপোর্ট নিয়ে কেউ লিখবে? প্পন বোধহয় ঘুরে এসেছিলো -
  • রোবু | 233.223.131.180 | ০২ জানুয়ারি ২০১৫ ২১:১৭514747
  • খুব খরুচে জায়গা।
  • I | 120.224.203.156 | ০২ জানুয়ারি ২০১৫ ২৩:৪৭514748
  • আমি , আমি! গুরুভাইবোনেদের মধ্যে সবচেয়ে নিকট অতীতে ঘুরে এসেছি(কুমারকোম বাদ দিয়ে বাকি গুলো)-অক্টোবরে। কাল লিখে দেবো। এখন অনেক রাত কিনা!
  • pipi | 126.203.221.119 | ০৩ জানুয়ারি ২০১৫ ১৬:০৯514750
  • কেউ নেপচুন হলিডেস বা কাজিরাণ্গা ট্রাভেলস - এই ট্যুর অপারেটরদের সম্পর্কে জানকারি দিতে পারবেন? গৌহাটি-শিলঙ্গ-কাজিরাম্গার একটা প্ল্যান হচ্ছে কিন্তু এত কম সময়ের কারণে ট্যুর অপারেটরই ভরসা। কেউ যদি অন্য কোন ভাল ট্রাভেল এজেন্সির সন্ধান দেন যারা এই রুটটা কভার করে তাহলেও খুব ভাল হয়।
  • I | 120.224.201.248 | ০৪ জানুয়ারি ২০১৫ ০০:২১514751
  • কেরালা গেছিলাম কেটিডিসি-র মাধ্যমে বুক করে। তবে অধিকাংশ হোটেলই বেসরকারী; কেটিডিসি বুক করে দিয়েছিল।

    প্রথম স্টপ কোচি। এখানে অপ্পনের সাজেশন মত ব্লু ওয়াটার্স চেরাই-তে ছিলাম। সামনে সমুদ্র/চেরাই বীচ, পেছনে ব্যাকওয়াটার্স। শহর থেকে বেশ দূরে। http://www.bluewaterscherai.in/
    চাইলে ফোর্ট কোচি এলাকাতেও থাকতে পারো। শহরের ভ্রমণকেন্দ্র।অজস্র হোটেল। কোচির কিন্তু খুব বদনাম আছে ট্রাফিক জ্যামের ব্যাপারে।

    এর পর মুন্নার। আমরা ছিলাম T & U-তে। এও বেসরকারী। বেশ ভালো।
    http://www.tanduleisurehotel.com/ পেছনের বাগানে প্রচুর পাখি আসে। চাইলে Tea county তেও থাকতে পারো।কেটিডিসি-র হোটেল।

    থেক্কাডি/পেরিয়ারে ছিলাম অরণ্যনিবাস-এ। কেটিডিসি প্রপার্টি। আমার মতে পেরিয়ারে কেটিডিসি-র তিনটে হোটেলের মধ্যে সেরা। লেক প্যালেসের চেয়েও ভালো। লেক প্যালেসে থাকলে তুমি পেরিয়ার লেকের মাঝখানে বদ্ধ। চলাফেরার স্বাধীনতা নেই। বোট এসে নিয় না গেলে। একটু যে জঙ্গলের বাইরে গিয়ে কথাকলি/কলারি শো দেখে আসবে, তার উপায় নেই।
    http://www.aranyanivasthekkady.com/

    আলেপ্পিতে হাউজবোটে ছিলাম। তবে আমিও, অপ্পন-পিনাকির মত মনে করি হাউজবোটে থাকাটা ওভারহাইপড। সন্ধ্যে হলে আর কোনো অ্যাক্টিভিটি নেই। তারচেয়ে ব্যাকওয়াটারের কাছাকাছি কোনো হোটেলে থাকো, দিনের বেলা হাউজবোটে ঘুরে এসো। হাউজবোটে থাকার একমাত্র অ্যাডভ্যান্টেজ হলো ওদের রান্না, স্পেস্যালি মাছের প্রেপারেশন-মীন কারি বা ফিশ ফ্রাই। ফাটাফাটি। সারাজন্ম মুখ চুলকোবে। আর কী খেলুম ! কী খেলুম ! বলবে।

    কুমারকোমে যাই নি।তবে শুনেছি, কেটিডিসি-র হোটেল ভালো।

    গাড়ি দরকার হলে রমেশ-কে ফোন করতে পারেন। খুব, খুব ভালো ছেলে। তবে ইংরেজিতে একটু ব্যথা আছে। নং-০৮৫৪৭৮৬২৫২৬
  • Arpan | 125.118.29.129 | ০৪ জানুয়ারি ২০১৫ ০২:১৩514752
  • আলেপ্পিতে প্যাগোড রিসর্টে থাকুন। শ্রাবণীদি সাজেস্ট করেছিল। উমদা হোটেল। লাঞ্চে ভতের সাথে গোরুর ঝোল অর্ডার দেবেন আর মীন কারি (যেটা কোকোনাট বেসড)।

    http://www.pagodaresorts.com/

    আলেপ্পির হাউঅসবোট অতি ওভারহাইপড। এক বেলা অন্তত এখানে কাটাতে ভুলবেন না। দুর্দান্ত বিচ।

  • Arpan | 125.118.29.129 | ০৪ জানুয়ারি ২০১৫ ০২:১৪514753
  • তবে আলেপ্পি আর কুমারাকোম হাওড়া আর লিলুয়া গোত্রের ব্যপার। হ্রদের এ পার আর ও পার।

    একটায় গেলে অন্যটায় আর যাবার দরকার নেই।
  • Arpan | 125.118.29.129 | ০৪ জানুয়ারি ২০১৫ ০২:১৫514754
  • সাকলেশপুর/ চিকমাগালুর নিয়ে কেউ লিখবে(ন)?
  • Arpan | 125.118.29.129 | ০৪ জানুয়ারি ২০১৫ ০২:১৯514755
  • মুন্নারের আরেকটি ভালো থাকার জায়গা। পুরো প্রপার্টিটা হিলের গা বেয়ে নিচে ভ্যালি অব্দি ছড়িয়ে।

    http://www.blackberryresorts.com/
  • দে | 69.185.236.53 | ০৫ জানুয়ারি ২০১৫ ১২:৩১514756
  • অনেক গুলো থ্যাংকুম্যাংকু সক্কলকে - এযাত্রা লাক্ষাদ্বীপ হোলো না -পরের বার যাবো - বাবা, মা কে নিয়ে যাচ্ছি!
  • সিকি | 131.241.127.1 | ০৫ জানুয়ারি ২০১৫ ১৩:১৩514757
  • দ আছো? চক্রাতার বাস কোথা থেকে ছাড়ে? কাশ্মীরি গেট না সরাই কালে খাঁ? আর ওখানে থাকার ব্যাপারে বেস্ট কী সাজেস্ট করো?
  • d | 144.159.168.72 | ০৫ জানুয়ারি ২০১৫ ১৭:৪৯514758
  • আমি তো গুরগাঁও বাস আড্ডা থেকে চড়েছিলাম। ফিরেওছিলাম সেখানেই।

    হোটেল আমার তো সেই ৯ -১০ বছর আগের ফান্ডা। কিন্তু আপিসের একজন কি একটা বলেছিল। দাঁড়াও তাকে পিঙিয়ে বলি।
  • | ০৫ জানুয়ারি ২০১৫ ২০:৫৫514759
  • হ্যাঁ হিমালয়ান প্যারাডাইস হোটেল। বলল ট্রিপ অ্যাদভাইসারে রিভিউ দেখে গেছিল আর সত্যিই খুব ভাল লেগেছে।
  • | ০৫ জানুয়ারি ২০১৫ ২০:৫৭514761
  • আর ... আর ........ চক্রাতার তো ডায়রেক্ট বাস হত না তখন। আমি দেরাদুন গিয়ে সেখান থেকে ট্যাক্সি নিয়েছিলাম। আমার টইটায় রঙ্গন বাসের কথা লিখে দিয়েছিল, যা দেরাদুন থেকে ছাড়ী।
  • | ০৫ জানুয়ারি ২০১৫ ২০:৫৮514762
  • *ছাড়ে
  • Rit | 213.110.243.22 | ০৫ জানুয়ারি ২০১৫ ২১:২৬514763
  • ঘরের কাছের সর্ষের মধ্যে সেরা সান্দাকফু। আর যাওয়া উচিত পায়ে হেঁটে ও ডিসেম্বরে। আমরা এই ঘুরে এলাম। ধোতরে, তুমলিং, কালিপোখরি, সান্দাকফু, গুর্দুম আর রিম্বিক। মোট ৫৩ কিমি হাঁটা। চড়াই উৎরাই বেয়ে খুব সহজ না হলেও জটিলও নয়।
    আর কি কি পিক দেখলাম?

    মাউন্ট এভারেস্ট, কাঞ্চেনজঙ্গা, লোৎসে, মাকালু, নুপৎসে, কুম্ভকর্ন, কাবরু, পান্ডিম, চোমোলারী, থ্রি সিস্টার্স ও আরো অসংখ্য ছোটো বড় শৃঙ্গ। ৭০০০ মিটারের উপরে সব গুলোই। হিমালয়ের প্রায় ১০০০ কিমির বেশী প্যানোরামা একদম চোখের সামনে।
  • সিকি | ০৫ জানুয়ারি ২০১৫ ২১:৫৩514764
  • দেরাদুন থেকে কদ্দূর চক্রাতা?
  • | ০৫ জানুয়ারি ২০১৫ ২২:০৩514765
  • রিট, মোটামুটি কদিন লাগে ওঠা নামা মিলিয়ে?
  • Rit | 213.110.246.25 | ০৫ জানুয়ারি ২০১৫ ২২:৫০514766
  • পাঁচ দিন। ৩ দিন ওঠা ও ২ দিন নামা। ভালো ট্রেকার রা ৩ দিনেও করে ফেলেন। আমরা ল্যাদ ট্রেকার ছিলাম। ধীরে সুস্থে দেখতে দেখতে যাচ্চিলাম।
  • | ০৫ জানুয়ারি ২০১৫ ২৩:০০514767
  • আচ্ছা থ্যাঙ্কু।
  • aranya | 83.197.98.233 | ০৬ জানুয়ারি ২০১৫ ০০:৪৮514768
  • ডিসেম্বরে সান্দাকফু! ঠান্ডা কেমন?
  • aranya | 83.197.98.233 | ০৬ জানুয়ারি ২০১৫ ০০:৫০514769
  • শীতকালে অবশ্য আকাশ পরিস্কার থাকে, পিক-গুলো ভাল দেখা যায়। ফালুট যাও নি?
  • lcm | 146.152.142.61 | ০৬ জানুয়ারি ২০১৫ ০২:৫৮514770
  • অপ্পোনের দেওয়া বিচ-এর ছবিটা হেব্বি, সব্বে কাওয়াই ঘুরে এয়েচি, তাই আরো ভালো লাগচে।
  • a | 213.219.201.58 | ০৬ জানুয়ারি ২০১৫ ০৬:১৩514772
  • কেরালা বেল্ট এ গেলে ভারকালা যেতে পারেন, অপূর্ব আর অন্যরকম, অর কম লোকে যায়। যদি সস্তায় চান, হোমস্টেতে থাকুন। ভীষন যত্ন করবে, আর সব ব্যব্স্থা করে দেবে। আলেপ্পি আর ভারকালাতে টেস্টেড।
    অলেপ্পি ট কোচি যাবার পথে মিরামর বিচটাও খুব সুন্দর।
    আমি কেরালাতে বিচ টুর করেছিলাম, তাই মুন্নার ব পেরিয়ার সম্পর্কে ফান্ডা নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন